বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি ও রোবোটিক্স নিয়ে ইন্টারএক্টিভ সেশন

Spread the love

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং কুমিল্লা ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে গত ১৩ জুন ২০২৩ মঙ্গলবার বিকালে ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া রুমে অনুষ্ঠিত হয়েছে ’কম্পিউটার সাইন্সে ক্যারিয়ারের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার।

সেমিনারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি ও রোবোটিক্স নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন। প্রোগ্রাম চেয়ার ছিলেন সিএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ডঃ মাহমুদুল হাসান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিওএস) এর সল্যুয়েশন আর্কিটেকচার লিডার মোহাম্মদ মাহদী উজ জামান, তিনি বলেন- আমাদের দেশের যারা তরুন রয়েছে তাদেরকে সবসময় আপডেটেড থাকতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি ও রোবোটিক্স এই বিষগুলো নিয়ে। কারন টেকনলোজী মানুষকে আরোও বেশি প্রোডাকটিভ করে তুলে।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান আরিফুল হাসান অপুর মডারেশনে প্যানেল আলোচক ছিলেন প্রাইডিসিস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার ইকবাল, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ এবং কুমিল্লা ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট এর এসিস্ট্যান্ট প্রফেসর পার্থ চক্রবর্তী।

সেমিনারে কুমিল্লা থেকে কম্পিউটার সাইন্সে ক্যারিয়ারে গড়তে আগ্রহী প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *