অন্যরকম প্রেমের গল্পে দেখা যাবে রাশেদ ও জুথি নামের দুটি চরিত্র। যারা নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত শেষ নিঃশ্বাস পর্যন্ত। যেমন প্রেম আজকাল আর মেলে না।
এমন দুটি চরিত্র এবারের ঈদে দেখা যাবে নিরয় আলমগীর ও সাফা কবিরকে। ‘ওয়াদা’ নামের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মোঃ তৌফিকুল ইসলাম। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।
‘ওয়াদা’তে নিলয়-সাফার মাঝে ভিলেন সুলতান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।
নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়াদা’।