বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

ঈদ উপলক্ষে নতুন মৌলিক গানে কণ্ঠশিল্পী যাযাবর পলাশের

Spread the love

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ এর নতুন গান। গানের শিরোনাম “ভালোবাসার ময়না পাখি”। এইচ আর রিয়াজ এর কথা ও সুরে এই গানের সঙ্গীতায়োজন করেছেন মনির প্রধান। অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঘাসফড়িং এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে যাযাবর পলাশের কণ্ঠে গাওয়া নতুন এই গানটি।

এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ বলেন, অনেকদিন পর আবারও মৌলিক গান গাইলাম। বন্ধু এইচ আর রিয়াজ দারুন লিখেছে গানটি। আশাকরি গানটি সবার মন জয় করে নেবে।

গীতিকবি ও সুরকার এইচ আর রিয়াজ বলেন, অনেক যত্ন নিয়ে গানটি লেখা এবং সুর করার চেষ্টা করেছি। বন্ধু যাযাবর পলাশ অসাধারণ গেয়েছে। গানের কথাগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *