রবিবার, মে ১৯Dedicate To Right News
Shadow

অস্ট্রেলিয়ায় জাহিদ রিপনের নির্দেশনায় ‘অচলায়তন’

Spread the love

অস্ট্রেলিয়ার মেলবোর্নস্থ অনন্য নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি-র ১৯তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ধ্রপদী ‘অচলায়তন’-এর উদ্বোধনী মঞ্চায়ন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ২৯ জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে। পরদিন ৩০শে জুলাই রবিবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় একই স্থানে প্রযোজনাটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। রেনেসোঁ-র আমন্ত্রণে বাংলাদেশ ও ভারতের প্রবাসী বাঙালিদের সমন্বয়ে ‘অচলায়তন’ নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশের প্রশংসিত তরুণ নাট্যজন জাহিদ রিপন।

ধর্র্মের নামে, বিদ্যার নামে, সমাজের নামে, আচারের নামে যে বিরাট কারাগার আমরাই আমাদের চারপাশে গড়ে তুলেছি সেই বন্দীদশা থেকে, আমাদের সংস্কার-অভ্যাস-যুক্তিকে মুক্তি দেওয়ার আহ্বানই ‘অচলায়তন’-এর আহ্বান। ‘অচলায়তন’ প্রযোজনার প্রাথমিক মহড়াসহ অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে নয়হাজার মাইল দূরত্বে থেকে অনলাইনে। দ্বিতীয় পর্যায়ে ১৩ই জুলাই নির্দেশক জাহিদ রিপনের অস্ট্রেলিয়া অবস্থানকালে চূড়ান্ত ব্লকিং, সংলাপ-সঙ্গীত-কোরিওগ্রাফি প্রভৃতি সমন্বয়, নিয়মিত মহড়া ও পরিশীলন শেষে দুটি কারিগরি মঞ্চায়ন করা হয়। এর আগে ১৬ই জুলাই মেলেবোর্নে রেনেসাঁ ড্রামা সোসাইটি এবং বাংলা সাহিত্য সংসদ আয়েজিত অনুষ্ঠানে ‘সমকালে রবীন্দ্র নাট্যচর্চা : মঞ্চায়ন ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন জাহিদ রিপন। রবীন্দ্রনাথের নাট্যতত্ত্বের ব্যবহারিকরূপ উপস্থাপনে বর্তমান ‘অচলায়তন’-কে বাঙালির নিজস্ব নাট্যউপস্থাপনরীতির সাজুয্যে দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের ধারায় নৃত্য-গীত-বর্ণনা-অভিনয়সহ যুগপৎ যুক্তকরণ-বিযুক্তকরণের মাধ্যমে বর্ণানাত্মক নাট্যরীতিতে উপস্থাপন করা হয়েছে। এমনকি রেনেসাঁ-র ‘অচলায়তন’-এ কথক হিসেবে থাকছেন খোদ রবীন্দ্রনাথ! ‘অচলায়তন’ প্রযোজনায় গ্রন্থিক এবং নেপথ্য-নাট্যকুশলী হিসেবে যুক্ত আছেন প্রায় ৬০ জন।

বাংলাদেশ থেকে ‘অচলায়তন’-এর পোশাকপরিকল্পনা করেছেন সাকী তারা এবং মঞ্চপরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন। অস্ট্রেলিয়াপ্রবাসীদের মধ্যে কোরিওগ্রাফি পরিকল্পনা করেছেন পূরবী চৌধুরী, সঙ্গীতপরিকল্পনা করেছেন জাকির মোরশেদ জামি, অলোকপরিকল্পনা করেছেন ব্রজেন হাওলাদার। সহনির্দেশক হিসেবে রয়েছেন ভারতের নাট্যজন মৌলীনাথ গাঙ্গুলি। আর বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ভারত সমন্বয়ে তিনদেশ এবং দু’মহাদেশে ‘অচলায়তন’-এর বিশাল আয়োজনের সমন্বয়সহ প্রযোজনা-অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন রেনেসাঁ-র দলপ্রধান নাট্যজন কামরুজ্জামান বালার্ক । ‘অচলায়তন’ নির্মাণের এ অভিনব প্রক্রিয়াটি নিয়ে ভারতের স্বনামখ্যাত চিত্রনির্মাতা শঙ্খজিৎ বিশ্বাস ও বিশ্বজিৎ মিত্র-র পরিচালনায় ‘তৃতীয় ভুবন’ (বিয়ন্ড বাইন্ডারিজ) নামে একটি পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্রও নির্মিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *