
এবার আসছে জনপ্রিয় ভয়ংকর সিনেমা ‘দ্য নান’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য নান ২‘। অনেকের মতে, কনজুরিং সিরিজের সবচেয়ে ভয়ংকর সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটির পরিচালক মাইকেল শ্যাভস সিনেমাটি দেখার আগে দর্শদের সতর্ক করেছেন।
সিনেমাটির পরিচালক দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, শুধু ভয় পাওয়ার জন্য নয়, সহিংস দৃশ্য দেখার সাহস রয়েছে যাদের তারাই সিনেমাটি দেখুন। আগের কনজুরিং সিরিজের যে কোন মুভির থেকে এই সিনেমায় সহিংসতার দৃশ্য অনেক বেশি থাকবে। দর্শদের ভয়ের ক্ষুধার কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশিত পেয়েছে নেটদুনিয়ায়, যা দর্শকদের শরীর হিম করে দিয়েছে মুহূর্তেই। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য নান’এর সব রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে ‘দ্য নান টু’ এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।
৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এ ছবি। চলচ্চিত্র বোদ্ধাদের মতে সেপ্টেম্বরের বক্সঅফিস যুদ্ধে শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ এর প্রবল প্রতিদ্বন্দী হতে চলেছে ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ভৌতিক এই ছবিটি।