মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭Dedicate To Right News
Shadow

খুলনায় আইএসপিএবি নিক্স পপ

Spread the love

দেশেজুড়ে দ্বিগুণ গতির নিরবিচ্ছন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজধানী ঢাকার পর শিল্প নগরী খুলনাতে স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক ‘পপ”। বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনটে এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে আজ ৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে স্মার্ট টেলিকম সেবাটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রণালয়ের অধীন বিপিসি’র সমন্বয়ক ও অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান।

প্রধান অতিথি বক্তব্যে আবদুর রহিম খান প্রথমেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষনা করেছিলেন এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। দেশজুড়ে আইএসপিএবির নিক্স এর মাধ্যমে লোকাল ডাটা লোকালী রেখে আমাদের ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করি। প্রাকৃতিক ও মনুষ্য দুর্যোগে এই নেটওয়ার্ক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আমরা আমাদের নিক্স পপ প্রতিষ্ঠার সুযোগ প্রসারিত করবো। এক্ষেত্রে বিপিসি বরাবরের মতো আইএসপিএবি’র সঙ্গে থাকবে।

আইএসপিএবির সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ এবং, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি, খুলনা বিভাগের আহবায়ক মো: জুবায়ের ইসলাম।

সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি জনাব ইমদাদুল হক বলেন , রাজধানীতে মহাখালি, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুরে চারটি পপ স্থাপন করায় এরই মধ্যে ৯০ জিবিপিএস ট্রাফিক পেয়েছি। আমরা আশা করি আইবিপিসির সহযোগীতায় আগামী বছরের মধ্যে বিভাগীয় শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব বলে জানান।

তিনি বলেন, আমরা ডেটা ভিত্তিক সভ্যতায় যাচ্ছি। তাই ডেটার মহাসড়ক তৈরি করতে না পারলে ডেটা সভ্যতা গড়ে তোলা সম্ভব হবে না। সেই লক্ষ্যে আইএসপিএবি নিক্স দেশের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই মহাসড়ক তৈরি করছে। এর প্রশস্ততা, মসৃণ ও সহজলভ্যতার ওপর ভিস্তি করেই তৃণমূলেও উচ্চগতির সুরক্ষিত ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তার লাভ করবে বলে মনে করি। এটা স্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *