শনিবার, মে ১১Dedicate To Right News
Shadow

‘আইসিটি ডিভিশন প্রেজেন্টস তৃতীয় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’

Spread the love

আইসিটি ডিভিশন প্রেজেন্টস তৃতীয় চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড ২০২২। ৯ সেপ্টেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে বসেছিল নির্মাতা, তারকাদের মিলনমেলা। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে মেধা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের স্বীকৃতি স্বরূপ চ্যানেল আই এর এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের পরিচালক পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুনসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট জনেরা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘প্রতিবছর দেশের ডিজিটাল সেক্টর অনেক বড় হচ্ছে। এখানে যারা কাজ করছেন তাদের পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজন। চ্যানেল আই সবসময়ই মেধাবীদের সাপোর্ট দিয়ে আসছে। তারই একটি প্রয়াস আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস। আইসিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদ তারা আমাদের সঙ্গে আছেন। আগামীতেও এই আয়োজন চলবে। আইসিটি বিভাগের সঙ্গে সঙ্গে আরও যুক্ত হয়েছে হাইটেকপার্ক, এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া এবং এজ।’
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামীতেও আমাদের আইসিটি বিভাগ চ্যানেল আইয়ের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। চ্যানেল আই ডিজিটাল বাংলাদেশ গড়ার সঙ্গে কাজ করে যাচ্ছে, তাদের এই সমর্থনকে আমরা সাধুবাদ জানাই।’
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। এবার ‘আইসিটি ডিভিশন প্রেজেন্টস তৃতীয় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ আজীবন সম্মাননা পেয়েছেন ডিজিটালি দেশের মোবাইল ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য বিকাশ’র প্রধান নির্বাহী কামাল কাদীর এবং শ্রেষ্ঠ এগ্রোটেক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কৃষকের জানালাকে। এবার ২০টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কোনাল, লিজা, লুইপা, আতিয়া আনিসা, অপু, মেজবাহ বাপ্পীদের কণ্ঠে ছিল নতুন ও পুরোনো দিনের গান। দীঘি, সিনথিয়া ছাড়াও ছিল নৃত্যশিল্পীদের চোখ ধাঁধানো নৃত্য পরিবেশনা। এবার বেস্ট মিউজিক ভিডিও নির্মাতার পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু (আবার হারিয়ে যাই), বেস্ট ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়েছে নাদির ওন দ্য গো (নেপালে মারাত্মক জঙ্গলের ভিতর), বেস্ট ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর হলেন মহসীনুল হাকিম (লবণ জলে জীবন জ্বলে), শ্রেষ্ঠ এডুটেইনমেন্ট হয়েছেন খালিদ ফারহান (বায়োগ্রাফি অব পুতিন), বেস্ট রাইজিং স্টার (পুরুষ) হয়েছেন আবদুল্লাহ আল সেন্টু এবং বেস্ট রাইজিং স্টার (নারী) ফারহানা হামিদ। নাটকে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাহান সুলতানা (ভাঙা পুতুল), শ্রেষ্ট নাট্য পরিচালক ভিকি জাহেদ (পুনর্জন্ম ৩), যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অপূর্ব (নতুন করে শুরু) এবং ইয়াশ রোহান (মিম্মি)। নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম ৩)। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘পেট কাটা ষ’, যেটির পুরস্কার গ্রহণ করেন চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি এবং সিরিজটির পরিচালক নুহাশ হুমায়ূন। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ)। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা আফজাল হোসেন (বোধ), শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী আফসানা মিমি (নিখোঁজ)। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম নির্বাচিত হয়েছে ‘মুনতাসীর’। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম পরিচালক শিহাব শাহীন (মায়াশালিক), যৌথভাবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা হয়েছেন মনোজ প্রামাণিক (মুনতাসির) এবং চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী (টান)।
‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ জানান, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যর্ন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত কাজগুলো মূল্যায়নের আওতায় এনে সেখান থেকে পুরস্কার প্রদানের জন্য মনোনয়নের উপর জুরি বোর্ডের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
জুরি বোর্ডে ছিলেন মাসুম রেজা, মতিয়া বানু শুকু, বৃন্দাবন দাশ, কৌশিক সংকর দাস, আতাউর রহমান, দিলারা জামান, অনুপম হায়াত, নুরুল আলম আতিক, মতিন রহমান, তৌকীর আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, আনজীর লিটন, কবির বকুল, সোহেল আরমান, প্রিয়াঙ্কা গোপ, রেজানুর রহমান, নাজনিন চুমকি, আকা রেজা গালিব, আবদুর রহমান, আপন আহসান এবং শাহনেওয়াজ কাকুলী। নীল হুরে জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। অনুষ্ঠানটি চ্যানেল আইতে শীঘ্রই সম্প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *