শনিবার, জুলাই ২৭Dedicate To Right News
Shadow

বাংলাদেশের সাঁতাও এবং পেটকাটা ষ প্রদর্শিত হবে উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবে

Spread the love

আগামী ১২ থেকে ২২ অক্টোবর উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৮তম আসর। খন্দকার সুমনর সাঁতাও এবং নুহাশ হুমায়ূনর পেটকাটা ষ‘ চলচ্চিত্র দুইটি এবারের আসরে মনোনীত হয়েছে

উৎসব পরিচালক রীতা মেহের বলেন, এই বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সে জন্য বিশাল সংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। বাংলাদেশের চলচ্চিত্র দুইটি এর মাঝে থেকে মনোনীত হতে পারায় আমি অভিনন্দন জানাই।

 সাঁতাও‘ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন২০১৬ সালে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পৌনঃপুনিক তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১১ তম আসরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। সাত বছর পর উৎসবটির ১৮তম আসরে আমার প্রথম পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাঁতাও মনোনীত হয়েছে। বিষয়টি আমার জন্য বিশেষ আনন্দের। একই সাথে আরেকটি আনন্দের সংবাদ জানাই, আগামী ১৩ অক্টোবর বায়স্কোপে সাঁতাও‘-এর ওটিটি প্রিমিয়ার হতে যাচ্ছে।

 গণঅর্থায়নে নির্মিত সাঁতাও চলচ্চিত্রটি রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র সাঁতাও‘ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে।

গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

সাঁতাও‘ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি‘-র আয়োজনে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব‘-এ সেরা প্রযোজনা পরিকল্পনা‘ পুরস্কারে পুরস্কৃত হয়। ৫ মার্চ ভারতের কেরেলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ফিফরিসি অ্যাওয়ার্ড‘ পেয়েছিল। ৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড‘ অর্জন করে। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করে।

কৃষকের সংগ্রামী জীবননারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখহাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র সাঁতাও

গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র সাঁতাও‘-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুলফজলুল হক।  সাঁতাও” চলচ্চিত্রের কাহিনীচিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমনসহকারি পরিচালক হিসাবে ছিলেন শ্যামল শিশিরসুপিন বর্মণ ও মাসুদ রানা নকীবসম্পাদনারং-বিন্যাসএফেক্ট ও টাইটেলসাউন্ড ডিজাইন ও সাউন্ড মিক্সিং করেছেন সুজন মাহমুদশব্দ গ্রহণে ছিলেন নাহিদ মাসুদচিত্রগ্রহণে ছিলেন সজল হোসেনইহতেশাম আহমদ টিংকু ও খন্দকার সুমনআবহ সংহীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পণগানে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বীলায়লা তাজনূর সাউদীলিমা হকশিল্প নির্দেশনা দিয়েছেন রবি দেওয়ানপোশাক পরিকল্পনায় ছিলেন আফ্রিনা বুলবুলনৃত্য পরিচালনা করেছেন ফাহিম রায়হানরূপসজ্জা করেছেন ফরহাদ রেজা মিলনপোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।  চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মোঃ সালাউদ্দিনসাবেরা ইয়াসমিনস্বাক্ষ্য শাহীদশ্রাবণী দাস রিমিতাসমিতা শিমুমিতু সরকারফারুক শিয়ার চিনুআফ্রিনা বুলবুলরুবল লোদীকামরুজ্জামান রাব্বীআব্দুল আজিজ মন্ডলবিধান রায়জুলফিকার চঞ্চলবিনয় প্রসাদ গুপ্তসুপিন বর্মণরেফাত হাসান সৈকতআব্দুল্লাহ আল সেন্টুআলমগীর কবীর বাদলরবি দেওয়ানদীনবন্ধু পালহামিদ সরকারমোঃ হানিফ রানাআকতার হোসেনআজিজুল হাকিম শিউসসাইফুল ইসলাম লিটনরাসেল তোকদারমজনু সরকারআবু কালামসিদ্দীক আলীসুজন মাহমুদতাহসিনা আকতার তন্বীনিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *