বুধবার, মে ৮Dedicate To Right News
Shadow

মনিরা পারভীনের কবিতা “বঙ্গকন্যা ও জাতির পিতা”

Spread the love

 

নীল আকাশে চাঁদটি যখন সরল মনে হাসে
তখন আমার হৃদয় মাঝে তার ছায়াটি ভাসে
কাশবনের ঐ সাদায় যখন বাতাস খেলা করে
আমি তখন তার কাহিনী পড়ি হৃদয় ভরে
নদীর জলে নৌকা যখন ঢেউয়ের দোলায় দোলে
আমি তখন তাকে ভাবি
সকলকিছু ফেলে
ঘাসের উপর শিশিরকনা
যখন এসে পড়ে
আমি তখন তার সমাচার
দেখি নয়ন ভরে।

এতো আবেগ এতো ত্যাগ
এমন কন্ঠস্বর
লড়াই করলেন নিঃস্বার্থে
সারা জীবনভর

মুক্তিপাগল এই দেশের দামাল ছেলের দল
এক হয়ে তার কথায়
বললো সবে চল
মুক্ত করে দেশের মাটি
ফিরব তবে ঘরে
যায় যদি জীবন যাবে
নিজ দেশেরই তরে।

স্বপ্ন তার পূরণ হলো
মুক্তি এলো দেশে
বিধ্বস্ত বাংলা গড়লেন
পরম ভালোবেসে

১৫ আগষ্ট ভয়াল রাতে
কী সব হয়ে গেলো
সপরিবারে জাতির পিতা কেমনে শহিদ হলো!

কন্যা তার দুখের সাগর
পাড়ি দিয়ে শেষে
বাবার মতো সকল গড়েন
দেশকে ভালোবেসে

হলদে পাখি যখন ডাকে
জুঁই কদমের শাখে
বঙ্গকন্যা তাহার মাঝে
বাবার ছবি দেখে।

বাবা তার বুকের মাঝে
বাবা মাথার তাজ
বঙ্গবন্ধুর কন্যা তাই
বিশ্বনেতা আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *