ফুয়াদ চৌধুরী নির্মাণে, কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদের প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “মেঘনা কন্যা” খুব শীঘ্রই আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে।
সহযোগিতায়: সুইজারল্যান্ড ও টেলিভিশন পার্টনার: দীপ্ত টেলিভিশন।
‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদসহ আরো অনেকে। সঙ্গীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুমী।