এসো প্রিয়
চলো কোজাগরী চাঁদের পূর্ণিমার আলোয়
সাঁতার কাটি নিশিথে সমুদ্রের নিনাদে
যেখানে জলের রাজ্যে জলপরীরা জাগে।
ভালোবাসা সেতো এক মহা সুখ সাগরের নাম
তাকে কেন্দ্র করেই মিনকুমার আর মিনকুমারী জলকেলিতে সায়রে নিত্য মিলনে মাতে।
সাগর সঙ্গমে আনন্দ উল্লাসে মাঝে মাঝেই তীরে দেখা মেলে
অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে হয় চোখাচোখি
আমিও বিভোর হই অবাক চেয়ে থাকি।
অস্ফুটো স্বরে বলি মিনকুমার
এতো সৌন্দর্য তোমার!
আর মিনকুমারী সেতো সাগরের উপহার।
অবশেষে নিষাদে নিনাদে জেগে
সাগরের তীর থেকে কাকডাকা ভোরে সমতলে
তোমার স্পর্শ নিয়েই ফিরতে চাই শুকনো পাতার মর্মর শব্দ মাড়িয়ে!!