সোমবার, মে ২০Dedicate To Right News
Shadow

“ঈর্ষা” নাটকের উদ্বোধনী প্রদর্শনী চট্টগ্রামে

Spread the love

আগামী ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় টিআইসি অডিটোরিয়াম, চট্টগ্রামে সৈয়দ শামসুল হক রচিত ও অনন্ত হিরা নির্দেশিত কাব্য নাটক “ঈর্ষা” এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। নাটকটি এর আগে প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চে এনেছিল যা দেশে বিদেশে ২৯টি সফল মঞ্চায়ন হয়েছে। এবার ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যদলের সাথে দিল্লির গ্রীনরুম থিয়েটার যৌথভাবে নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চে আনতে যাচ্ছে। নূনা আফরোজ ও অনন্ত হিরার সাথে নাটকটিতে আরও অভিনয় করবেন দিল্লির গ্রীনরুম থিয়েটারের কর্ণধার অভিনেতা ও নির্দেশক অঞ্জন কাঞ্জিলাল।

৭ অক্টোবর টিআইসি অডিটোরিয়াম, চট্টগ্রামে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। চট্টগ্রামের পর ১১ অক্টোবর ঢাকায় গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ১৩ ও ১৪ অক্টোবর সিলেট নজরুল অডিটোরিয়ামে এবং ৩০ নভেম্বর নিউ দিল্লির হাবিট্যাট সেন্টারের স্টেইন অডিটোরিয়ামে “ঈর্ষা” নাটকটি মঞ্চায়িত হবে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রয়াস “ঈর্ষা” মঞ্চায়নের সময় সূচি:
৬ ও ৭ অক্টোবর, টিআইসি অডিটোরিয়াম, চট্টগ্রাম।
১১ অক্টোবর, জাতীয় নাট্যশালা, ঢাকা।
১৩ ও ১৪ অক্টোবর, নজরুল অডিটোরিয়াম, সিলেট।
৩০ নভেম্বর, স্টেইন অডিটোরিয়াম, হাবিট্যাট সেন্টার, নিউ দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *