
নিজের এলাকা গোপালদীতে প্রথমবারের মতো মূকাভিনয় করতে যাচ্ছেন মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। ৮ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় গোপালদীতে অবস্থিত নজরুল ইসলাম বাবু কলেজের নবীনবরণ অনুষ্ঠানে মূকাভিনয় করবেন মূকাকু খ্যাত এই শিল্পী। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আমন্ত্রণে এই শো করতে যাচ্ছেন বলে জানিয়েছেন নিথর মাহবুব।
নিথর বলেন, এই আয়োজনে আমাদের এমপি নজরুল ইসলাম বাবু সহ এলাকার সাধারণ মানুষ ও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। এলাকার মানুষের সামনে শো করবো এটা আমার জন্য অনেক বড় আনন্দের। ঢাকা সগ সারা দেশে শো করে বেড়াই কিন্তু নিজের এলাকায় শো করার সুযোগ কখনো আসেনি। গত ফেব্রুয়ারিতে বাবু কলেজের পাশেই বিদ্যানিকেতনে স্কুলের বাৎসরিক আয়োজনে আমাকে ডেকে ছিল তাদের ছাত্র-ছাত্রীদের দিয়ে অনুষ্ঠানের জন্য মাইমের কিছু একটা তৈরি করে দিতে। আমার মা মারা যাওয়ার কারণে আমি তখন এলাকাতেই অবস্থান করছিলাম। ভাবলাম ছেলে-মেয়েদের নিয়ে কাজের মধ্যে থাকলে শোকটা কিছুটা হলেও কাটাতে পারব। আমি কয়েকদিন মহড়া করিয়ে ছাত্র-ছাত্রীদের দিয়ে দুটি মাইমের কাজ তুলি। অনুষ্ঠানের দিন প্রধান অতিথি ছিলেন আমাদের এমপি নজরুল ইসলাম বাবু। তিনি সেই মূকাভিনয় দেখে মুগ্ধ হয়ে পরে আমাকে মঞ্চে ডেকে নেন। এবং বলেন এলাকার জন্য আমাকে এমন আরও কাজ করতে হবে। এবং তার কদিন পরেই আমার সেই কাজটি এমপি আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধনী আয়োজনে দেখানোর আমন্ত্রণ জানায়। মায়ের মৃত্যুর কারণে তখন আমার মনের অবস্থা বালো ছিল না, তাই তখন খবর গুলো মিডিয়াতে প্রকাশের চিন্তা করিনি। এবার এমপি তার কলেজের অনুষ্ঠানে শো করতে ডেকেছেন, আমি এতে খুবই আনন্দিত। এলাকাবাসী ও বন্ধুদের শো দেখার আমন্ত্রণ রইল।