বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

আন্তর্জাতিক নাট্যোৎসবে তৈনগাঙ থিয়েটার এর রত্নমালা

Spread the love

আন্তর্জাতিক নাট্যোৎসবে তৈনগাঙ থিয়েটার এর রত্নমালা মঞ্চস্থ হলো। চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠী’র আয়োজনে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়। দেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য নাট্যদল ছাড়াও উৎসবে অংশ নেয় ভারতের একাধিক নাট্যদল। উৎসবকে বর্ণিল করতে পাহাড়ের তঞ্চঙ্গ্যা জাতিসত্তার অন্যতম নাট্যদল তৈনগাঙ থিয়েটার তাদের দর্শকনন্দিত নাটক রত্নমালা নিয়ে গত ১৬ অক্টোবর উৎসবে যোগ দেয়। রত্নমালা নাটকটি তঞ্চঙ্গ্যা লোককাহিনী অবলম্বনে রচিত। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক আশিক সুমন। প্রযোজনা অধিকর্তা রন্ত কুমার তঞ্চঙ্গ্যা। চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর আমন্ত্রণে তৈনগাঙ থিয়েটার এই আন্তর্জাতিক উৎসবে তাদের নাটক মঞ্চস্থ করে।

নানারকম প্রতিবন্ধকতা নিয়ে পাহাড়ের বুকে থেকে নিরলসভাবে থিয়েটার চর্চা করা এই তৈনগাঙ থিয়েটার এর সাধনা ও কর্মযজ্ঞ ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। মঞ্চায়ন শেষে উৎসবে নাটক দেখতে আসা দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে তৈনগাঙ থিয়েটার। রত্নমালা নাটকের সেট, লাইট, ও আবহ সংগীত দর্শকদের নাটকের সাথে একাত্ম করে নেয়। যার ফলে নাটকের ভাষা ভিন্ন হওয়া স্বত্তেও দর্শক নাটকের ভিতর মিলেমিশে একাকার হয়ে যান। আয়োজকেরাও রত্নমালা নাটক ও তৈনগাঙ থিয়েটার এর অন্য প্রযোজনাগুলোকেও স্বাগত জানিয়েছেন।

রত্নমালা নাটকে যারা অভিনয় করেছেন- কাজলী তঞ্চঙ্গ্যা, বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, সুবর্ণা তঞ্চঙ্গ্যা, সুবিতা তঞ্চঙ্গ্যা, বিশাল তঞ্চঙ্গ্যা, প্রদীপ্ত তঞ্চঙ্গ্যা, আসিফ লাল তঞ্চঙ্গ্যা ও রন্ত কুমার তঞ্চঙ্গ্যা। রচনা ও নির্দেশনার পাশাপাশি নাটকটির আবহ সংগীত ও মঞ্চ পরিকল্পনা করেছেন আশিক সুমন। তৈনগাঙ থিয়েটার এর রত্নমালা নাটকের আরও সাফল্য ও মঞ্চায়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে এমনটাই আশা করছেন দলের সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *