রবিবার, মে ৫Dedicate To Right News
Shadow

সিডনিতে দেবীপক্ষ ইনক আয়োজিত শারদীয় দূর্গোৎসব

Spread the love

দূর্গতি নাশ বা সংকট মোচন করেন ব’লেই তিনি দুর্গা। কিন্তু এই দুর্গা আসলে কে ? সাধারণভাবে আমরা জানি, অসুররা যখন দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিলো, তখন সকল দেবতার মিলিত শক্তিতে দেবী দুর্গার উৎপত্তি হয় এবং এই দুর্গা অসুরদের পরাজিত করে দেবতাদের বাসস্থান, স্বর্গ উদ্ধার করে দেয়। দুর্গতি আর সকল অমঙ্গলের নিপাত কামনা করে বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের এই আনন্দ কীর্তনে সিডনিবাসীও একাত্ব হয়েছিলো।

জানা যায়, সিডনিতে কমপক্ষে ২৫-৩০টি ভেন্যুতে এই আনন্দযজ্ঞের আয়োজন করা হয়। ধর্ম, বর্ন নির্বিশেষে সকল মানুষ এই আনন্দযজ্ঞে শামিল হয়েছিলো। সিডনিতে দেবীপক্ষ ইনকর্পোরেট এর আয়োজনে জুঁই সেন পালের বাড়ীর সবুজ আঙিনা নানান রঙে বর্নিত হয়েছিলো শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *