সোমবার, মে ২০Dedicate To Right News
Shadow

রাজস্থলীতে “রত্নমালা” নাটকের অনবদ্য মঞ্চায়ন

Spread the love

রাজস্থলীতে মঞ্চস্থ হলো “তৈনগাঙ থিয়েটার” এর “রত্নমালা”। নাটকটির অনবদ্য একটি মঞ্চায়ন উপস্থিত দর্শক নিজ চোখে অবলোকন করলো। রাজস্থলী সদর ত্রিরত্ন বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে মুক্ত মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। “রত্নমালা” নাটকটি তঞ্চঙ্গ্যা লোককাহিনী অবলম্বনে রচনা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রন্ত কুমার তঞ্চঙ্গ্যা। গত ৪ নভেম্বর ২০২৩ রাজস্থলী সদর তিরত্ন বৌদ্ধ বিহার কমিটির আমন্ত্রণে তঞ্চঙ্গ্যা জাতিসত্তার অন্যতম প্রতিশ্রুতিশীল নাট্যদল “তৈনগাঙ থিয়েটার” তাদের দর্শক নন্দিত প্রযোজনা “রত্নমালা” নাটকটি মঞ্চস্থ করে।

৪ নভেম্বর দিনব্যাপি সদর তিরত্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানের শেষে “রত্নমালা” নাটকটি মঞ্চস্থ হয়। রাত আটটায় নাটকটি শুরু হয়। নাটক শুরুর আগে থেকেই মুক্ত মঞ্চের প্যান্ডেল কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। এক ঘন্টা ২০ মিনিটের “তৈনগাঙ থিয়েটার” এর নান্দনিক উপস্থাপনা দর্শক মোহিত হয়ে উপভোগ করে। নাটকের গল্প, অভিনয় ও নির্দেশনা, আবহ-সংগীত সবকিছুর সাথে দর্শক একাত্ম হয়ে মিশে যায়। “রত্নমালা” নাটকটিতে যারা অভিনয় করেছেন তারা হলেন- সুবর্ণা তঞ্চঙ্গ্যা, বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, সু্বিতা তঞ্চঙ্গ্যা, বিশাল তঞ্চঙ্গ্যা, কাজলী তঞ্চঙ্গ্যা, প্রদীপ্ত তঞ্চঙ্গ্যা, আসিফ লাল তঞ্চঙ্গ্যা এবং রন্ত কুমার তঞ্চঙ্গ্যা। রচনা ও নির্দেশনার পাশাপাশি নাটকটির সেট, লাইট ও আবহসংগীত পরিকল্পনা করেছেন আশিক সুমন। কষ্টিউম ও প্রপস- রত্নমালা টিম। গানের কন্ঠ: রন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা।

উক্ত নাট্য আয়োজনের এই বর্ণিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাবু উবাচ মার্মা, উপজেলা চেয়ারম্যান, রাজস্থলী, গেষ্ট অব অনার জনাব শান্তনু কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার, অতিথি বাবু পুচিংমং মার্মা, চেয়ারম্যান, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ, রাজস্থলী সদর তিরত্ন বিহার অধ্যক্ষ পূজনীয় ভান্তে, বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি রাঙাধন কার্বারি, সাধারণ সম্পাদক জলন্ত তঞ্চঙ্গ্যা, অর্থসম্পাদক গান্ধী তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, উজ্জ্বল কুমার তঞ্চঙ্গ্যা, আশিষ তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকে। নাট্য আয়োজনের সার্বিক সমন্বয়ক ছিলেন, নাজিব কর তঞ্চঙ্গ্যা এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উজ্জ্বল কুমার তঞ্চঙ্গ্যা। উল্লেখ্য “তৈনগাঙ থিয়েটার” গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

এ পর্যন্ত দলটির দুটি মেইনস্ট্রিম মঞ্চনাটক রয়েছে। একটি “মনউকূলে” অন্যটি “রত্নমালা”। নাটক দুটির এ পর্যন্ত ৩টি করে ৬ টি সফল মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। নাট্যোৎসব ও বিভিন্ন উৎসব পার্বণে “তৈনগাঙ থিয়েটার” নিয়মিত নাটক মঞ্চায়ন করে চলেছে। নাটক দুটির সার্বিক তত্বাবধানে এড: সুদ্বীপ তঞ্চঙ্গ্যা এবং ব্যবস্থাপনা জানন তঞ্চঙ্গ্যা। এবং মিডিয়া কনসালট্যান্ট মনি পাহাড়ী। প্রযোজনা অধিকর্তা রন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *