রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow
Spread the love

বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ রবীন্দ্র সাহিত্য। চলচ্চিত্র সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রবীন্দ্র সাহিত্য নিয়ে রুচিশীল চলচ্চিত্র নির্মাণ বাংলা সংস্কৃতির জন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে রবীন্দ্র সাহিত্য নিয়ে চলচ্চিত্র বিষয়ক সেমিনারে উপস্থিত আলোচকগণ এসব বিষয় বিস্তারিত ভাবে তুলে ধরেন।

আজ ১৭ ডিসেম্বর রবিবার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে ‘রবীন্দ্র সাহিত্যের চলচ্চিত্রায়ণ : একটি নন্দনতাত্ত্বিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গবেষণা কর্ম উপস্থাপন করেন নির্বাচিত গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ওয়াহিদা সুলতানা (আশা)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, চলচ্চিত্র পরিচালক মসিহ্ উদ্দিন শাকের ও গবেষক, অভিনেত্রী ড. আইরিন পারভীন লোপা। উক্ত গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল সহ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন ব্যক্তিগণ। সেমিনার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *