সোমবার, এপ্রিল ২৯Dedicate To Right News
Shadow

সিআরপির রোগীদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসন করবে যমুনা গ্রুপ

Spread the love
সামাজিক দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক প্রতিবন্ধী ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের চিকিৎসায় সহায়তা দেবে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে।
সোমবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে গ্রুপের প্রধান কার্যালয়ে চিকিৎসা সহায়তায় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (এইচসিএম বিজনিস অপারেশন) মো. আফসার উদ্দিন, পরিচালক-মার্কেটিং লুকমান বিন আরিফ, জিএম-অ্যাকাউন্টস মো. সারোয়ার মজুমদার, জিএম-গ্রুপ সিএসআর মো. শহিদুল ইসলাম, হুরেইন ফেব্রিক্স সিএমও আবদুল হাকিম, সিআরপির ম্যানেজার মো. মাহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতায় যমুনা গ্রুপের দ্বার সব সময় উন্মুক্ত। তাই দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের সর্বোত্তম চিকিৎসা প্রদানে সিআরপির মাধ্যমে সহায়তা করা হবে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে।
যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বিভিন্ন সামাজিক কাজে যমুনা গ্রুপ সব সময় কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় যমুনা গ্রুপ সিআরপির সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। সিআরপিতে চিকিৎসা নেওয়া মানুষদের আমরা বিভিন্নভাবে সহায়তা করব। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো- আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সিআরপির চিকিৎসা প্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রথম অবস্থায় যমুনা গ্রুপ সিআরপির মাধ্যমে চিকিৎসা, থেরাপি, পুনর্বাসন, সহায়ক ডিভাইস এবং প্রযুক্তি, ইনকামিং জেনারেটিং কার্যক্রম ও শিক্ষা খাতে অসহায় ও অসমর্থ মানুষদের সহায়তা করবে। পাশাপাশি সিআরপির সঙ্গে যুক্ত থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা ও উন্নয়নে অংশীদার হিসাবে পাশে থাকবে যমুনা গ্রুপ।
প্রসঙ্গত, দেশের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এসব দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কাজে-কর্মে অক্ষম হয়ে যাচ্ছে। সঠিক চিকিৎসা ও অর্থাভাবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এসব ক্ষেত্রে অসহায় মানুষদের সুচিকিৎসা, স্বল্পমূল্যে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে সিআরপি বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা ও পুনর্বাসন করে যাচ্ছে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
এসব সাহায্য সহযোগিতার মাধ্যমে সিআরপি গরিব, অসহায়, অস্বচ্ছল রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *