বুধবার, মে ১৫Dedicate To Right News
Shadow

শুরু হচ্ছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Spread the love

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে আগামী ২০ জানুয়ারি শনিবার থেকে রাজধানী বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে নয় দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর রমনা এলাকার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে সংবাদ সম্মেলন করে উৎসবের আয়োজক সংগঠন রেইনবো ফিল্ম সোসাইটি। এ থেকে উৎসবের যাবতীয় আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে বাংলাদেশসহ পৃথিবীর ৭৪টি দেশের আড়াইশ চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন ফিল্ম সেশন রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের চলচি”ত্রের গুণি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এই আয়োজনে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম।
উৎসবের সভাপতি কিশওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। এতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আর উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব বিধান রিুবেরু।
এতে শ্যামল দত্ত বলেন, বাংলাদেমের জিডিপি বাড়লেও সংস্কৃতি খাতে যে মনোযোগ দরকার, তা নিয়ে কারও কোনও ভ্রুক্ষেপ নেই। আমাদের মুক্তিযুদ্ধে সংস্কৃতিক লড়াই ছিল অন্যতম প্রধান হাতিয়ার। অথচ আমরা এখন সংস্কৃতিকেই গুরুত্ব দিচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *