আগামী ২১ জানুয়ারি ২০২৪ পদাতিক নাট্য সংসদ এর ৪৭ বছরে পদার্পণ উদযাপন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। বিকাল ৪ টা হতে এক্সপেরিমেন্টাল থিয়েটার সংলগ্ন লবিতে নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়, নাটকের গান, নাটকের অংশবিশেষ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হবে।
সন্ধ্যা ৭ টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদের ৪১ তম প্রযোজনা “গুনজান বিবির পালা” মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন- সায়িক সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন। মঞ্চ-সঞ্জীব কুমার দে, আলো- অতিকুল ইসলাম জয়, পোশাক,দ্রব্য ও কোরিওগ্রাফি- সাঈদা শামছি আরা, সঙ্গীত- হুমায়ন আজম রেওয়াজ, প্রযোজনা অধীকর্তাÑ সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।
অভিনয়ে- মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, আমানুজ্জামান , নুরুন্নাহার পাপিয়া, শাখাওয়াত হোসেন শিমুল , জয় ,ইকরাম, সালমান শুভ , ফরহাদ সুমন ,আবু নাসেম লিমন, মোঃ ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জিতু, পলাশ, জিয়া, জেনি , মৃত্তিকা, নাজমা, শ্রেষ্ঠা ।