রোগ ও চিকিৎসা ব্যয় কমাতে তামাক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিতকরণের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা এর সাথে মানস ও তামাক বিরোধী সংস্থার একটি প্রতিনিধি দল ২৩ এপ্রিল ২০২৪ দুপুরে স্বাক্ষাত করেন।
প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। প্রতিনিধি দলের পক্ষে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রেক্ষাপট ও চলমান পদক্ষেপসমূহ বিশেষ করে আইন সংশোধন, তামাকমুক্ত বাংলাদেশ রোডম্যাপ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী আলোচ্য বিষয়ে তার পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার এড. সৈয়দ মাহবুবুল আলম, ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ এর প্রজেক্ট ম্যানেজার হামিদুল ইসলাম হিল্লোল, মানস এর প্রজেক্ট কোর্ডিনেটর উম্মে জান্নাত এবং সিনিয়র প্রজেক্ট এন্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।