বাংলাদেশে একটি টেকসই চামড়াখাত তৈরির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, সলিডার সুইস এর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ, এন্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথ উদ্যোগে ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আগামী ১৬ মে, ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল হাই লেভেল ডায়লগ ফর গ্রিনিং দ্য ট্যানারি এন্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ে একটি সংলাপ আয়োজন করতে যাচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এম.পি এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রাণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ট্যানারী মালিক, শ্রমিক নেতা, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী।
১৬ মে অনুষ্ঠিতব্য জাতীয় সংলাপে আসন্ন ঈদ-উল-আযহার সময় সাভারে চামড়াশিল্প নগরীতে অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশগত দূষণ নিরসণ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে। যেন বাংলাদেশের চামড়াখাত বিশ্ব বাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারে এবং পরিবেশগত মানসম্পন্ন চামড়াখাত গঠন করার পথ তরান্বিত হয়।
আজ ১৪ মে, ২০২৪ মঙ্গলবার চ্যানেল আই এর ৪ নং স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ১৬ মে অনুষ্ঠিতব্য জাতীয় সংলাপ’র বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ইসরাত শবনম, প্রোগ্রাম ম্যানেজার, প্রাইভেট সেক্টর, গ্রীন এনার্জি ট্রানজেশন অ্যান্ড সোশ্যাল প্রটেকশন, ডেলিগেশন অফ ইউরোপীয়ান ইউনিয়ন বাংলাদেশ; মোহাম্মদ আমানুল্লাহ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সলিডার সুইস; সাকি রেজওয়ানা, চেয়ারপারসন, বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ এন্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশন এবং মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।