ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন এর ১০১ তম জন্মদিন উপলক্ষে আগামী ১৬-১৯ মে ২০২৪, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিযেটার হলে ৪ দিনব্যাপি “সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৪” এর আয়োজন করা হয়েছে ।
সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ইং সাল হতে প্রতিবছর এই নাট্যোৎসব এর আয়োজন করে আসছে। এই আয়োজনে পদাতিক নাট্য সংসদ সহ দেশের ৮ টি নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাতিঘর, নবরস, খোকন বয়াতি ও তার দল এবং ভারতের কলকাতার সন্তোষপুর অনুচন্তিন ২ টি নাটক নিয়ে অংশগ্রহণ করবে ।
প্রতিদিন বিকাল ৫টা হতে সন্ধ্যা ৬.৩০মি পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখ প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ মে ২০২৪ বিকাল ৫ টায় জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিন ব্যাপি নাট্যোৎসবের উদ্বোধন হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংষ্কৃতি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যজন ম হামিদ, মামুনুর রশিদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা ২০২৪ প্রদান করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দলের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানু।
এবছর দুইজন নাট্য ব্যক্তিত্বকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদানের জন্য মনোনীত করা হয়েছে তারা হলেন আবুল হায়াত ও মান্নান হীরা (মরণোত্তর) ।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে নাট্য শিল্প বিকাশ ও গ্রুপ থিয়েটার আন্দোলনে অবদানের জন্য পদাতিক নাট্য সংসদ গত ১৫ বছর সম্মাননা প্রদান করেছে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ , বেগম শিমুল ইউসুফ, ম. হামিদ, বেগম ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, কেরামত মওলা, আলী যাকের, সৈয়দ শামসুল হক (প্রয়াত), অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ, আসাদুজ্জামান নূর, এমপি, ড. ইনামুল হক, সারা যাকের, প্রয়াত এস এম সোলায়মান (মরণোত্তর), লাকী ইনাম, অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ , নাট্যাচার্য সেলিম আল দীন (মরণোত্তর), লিয়াকত আলী লাকী ও নাট্যজন গোলাম সারোয়ার, আবু মুহাম্মাদ মুরতাইশ কচি (মরণোত্তর) ও কাজী রফিক, খায়রুল আলম সবুজ ও রাইসুল ইসলাম আসাদ, বঙ্গজিৎ দত্ত (মরণোত্তর) ও দেবপ্রসাদ দেবনাথ মাসুম আজিজ (মরণোত্তর) ও তারিক আনাম খান ।