শনিবার, জুলাই ২৭Dedicate To Right News
Shadow

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট্যকারগণ অভিষিক্ত

Spread the love

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার বনানী ক্লাবে গত ১৪ মে সন্ধ্যায় অভিষিক্ত হলেন টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬) এর নাট্যকারগণ। নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির ১৯জন নাট্যকারকে এ দিন সন্ধ্যায় অভিষিক্ত করেন নাট্যকার সংঘের আজীবন সদস্য নাট্যকার মামুনুর রশীদ। অভিষিক্ত হওয়ার পর উপদেষ্টামন্ডলীকে সর্বজন সম্মুখে পরিচয় করিয়ে দেন নাট্যকার সংঘের সভাপতি এজাজ মুননা। নাট্যকার সংঘের ৬ জন উপদেষ্টা হলেন- আবুল হায়াত, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, হারুন রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস ও শিহাব শাহীন।

টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬)-এর সভাসদগণ হলেন : সভাপতি- এজাজ মুননা; সহ-সভাপতি- পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু, মোস্তফা মনন; সাধারণ সম্পাদক- জাকির হোসেন উজ্জ্বল; যুগ্ম সাধারণ সম্পাদক- আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক- রাজীব মণি দাস; অর্থ সম্পাদক- মনসুর রহমান চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক- কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক- এলিনা শাম্মি; আইন ও কল্যাণ সম্পাদক- মানস পাল; দপ্তর সম্পাদক- আফরিন জেসিকা; গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক- জুয়েল কবির; কার্যনির্বাহী সদস্য- ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দীন সুমন ও লিটু সাখাওয়াত।

অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। অভিষিক্ত হওয়ার পর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এজাজ মুননা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করতে গিয়ে নাট্যকারদের উদ্দেশ্যে বলেন, সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে গল্প বলার ধরণ নানা মাধ্যমে এখন নানা ভঙিতে গল্প বলা হয়। তাই আমাদের চিত্রনাট্যেও পরিবর্তন আনতে হবে। “উৎকর্ষ সাধনে সচেষ্ট” থাকবার মানসে আগামী ১ জুলাই থেকে নানা বিষয়ে সিরিজ ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছি। খ্যাতনামা স্ক্রিনরাইটার, টেলিভিশন, ফিল্ম, ওটিটি প্লাটফর্মে যুক্ত থাকা প্রতিভাবান স্টোরি টেলার, ডায়লগ রচয়িতা, প্রডিউসার, প্রডাকশন ডিজাইনার সর্বোপরি প্লে রাইটার এই ওয়ার্কশপে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। যা আমাদের অতীতলব্ধ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এছাড়াও প্রতি তিনমাস অন্তর আমরা সাহিত্য আড্ডার আয়োজন করবো।

নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রায় শ’খানেক নাট্যকারের সঙ্গে এদিন সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন নাট্যপরিচালক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিকসহ দেশের সংস্কৃতিঅঙ্গনের অনেক বরেণ্যব্যক্তিত্ব। তারা সবাই নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন সন্ধ্যায় গান-আড্ডায়-গল্পে ভরে উঠেছিল ঢাকাস্থ বনানী ক্লাবের বিশাল হলরুমটি। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন খ্যাতিমান সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজনীতি ও সমাজসচেতনতামূলক গান শুনিয়ে তিনি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *