সোমবার, ফেব্রুয়ারি ১৭Dedicate To Right News
Shadow

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের প্রশিক্ষণ

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনস্থ পাঁচটি বিভাগের জন্য ‘আউটকাম বেজড কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে, ২০২৪ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আউট কাম বেজড শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতায় ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষাকে আউটকাম বেজড করার জন্য সরকার যখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারপর বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কারিকুলামকে আউটকাম বেজড করার প্রক্রিয়া চলছে। এটি করা হয়ে গেলে আমাদেরকে ভবিষ্যতে আউট কাম বেজড সিলেবাসের দিকে যেতে হবে। এর পরের ধাপে আসবে আউট কাম বেজড টিচিং। অর্থাৎ ধীরে ধীরে আমরা মূল জায়গায় গিয়ে পৌঁছুব।
শিক্ষাকে যুগোপযোগী ও আউডটকাম বেজড করা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে কানেকটিভিটি বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষকদের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে। সে চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত থাকতে হবে। আমরা নিয়মিত এইসব প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষাপদ্ধতিকে আধুনিক করে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে চাই।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তুষার কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সম্পদব্যক্তি হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *