আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো “ফেইথ ভেহিকেল সলুশন” এর। ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে গত ৩১ মে ২০২৪ শুক্রবার বিকেলে শো রুমটির উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী।
“ফেইথ ভেহিকেল সলুশন” এর সত্বাধিকারী মাহমুদুর রহমান খান সুজনের সার্বিক সত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ হোসেন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার সাথী,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, অধ্যক্ষ একেএম ফরিদ উদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক, জেসমিন মাসৃুদ, অধ্যক্ষ হুমায়ূন কবির, বারভিডার পরিচালক সাইফুল ইসলাম সম্রাট, বারভিডার সহ-সভাপতি ও ম্যাপললিফ ইংলিশ মিডিয়ামের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ রহমান, ঢভকল’র সভাপতি কাজী মহিদুল ইসলাম, সামিউল আলিম চৌধুরী, রফিকুল ইসলাম চান, অভিনেতা ও নাট্যকার রেজাউর রহমান রিজভী সহ আরো অনেকে।
এসময় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু উপলক্ষে বিশেষ দোয়ায় অতিথিগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।