টেলিভিশনের জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে শরীয়তপুর জেলার নড়িয়ায় সুরেশ্বর ঘাটে পদ্মার তীরে। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ আবহে কৃষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধূলায়। আর দেশ-বিদেশের বৈচিত্রপূর্ণ সব গল্পের বুননতো রয়েছেই।
এবারে খেলাধূলার অংশটি ধারণের জন্য পদ্মার তীরকে বেছে নেয়ার কারণ হিসাবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি টের পাচ্ছে নদী তীরবর্তী কৃষকেরা। এছাড়াও শরীয়তপুর পদ্মা, মেঘনা, কীর্তিনাশা নদীর ত্রিমোহনার নিকটবর্তী হওয়ায় ভাঙনের শিকার হচ্ছে বারবার। নদী তীরবর্তী এ অঞ্চলের মানুষের অর্থনীতির মূল ভিত্তিই কৃষি। ধান, পাট, সরিষা, ধনিয়া ইত্যাদি চাষে বিপ্লব এনেছে এখানকার কৃষক। জলবায়ু পরিবর্তন সম্পর্কে এখনই সচেতন করতে হবে।
এছাড়া শরীয়তপুর জেলায় জন্মেছেন অনেক জ্ঞানীগুণীজন। আমরা তাঁদের স্মৃতিচিহ্ন খুঁজে বেরিয়েছি।’ ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।