বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

ঢাকা পদাতিকের “পাইচো চোরের কিচ্ছা”

Spread the love

আগামী ১১ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের “পাইচো চোরের কিচ্ছা”।

খুলনার আঞ্চলিক ভাষার নাটকটিতে উঠে এসেছে অসংখ্য লোকউপাদান। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালী সুরে যে ভাব, রস আমাদের মনে গ্রথিত করেছে তা এই নাটকের মূল উপাদান হিসেবে কাজ করেছে। খুলনা জেলার আঞ্চলিক ভাষার হাস্যরসাত্বক নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় আছেন কাজী চপল।

লোকজ এ নাটকটি দেশীয় ঢঙে গল্পের ভঙ্গিতে মঞ্চে উপস্থাপন করছেন কুশীলবগণ। যার মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড। জীবনের এক গভীর রহস্য লুকিয়ে আছে নাটকের কাহিনীতে। অভিনয় ও গানের মাধ্যমে নাটকের মূল বক্তব্য প্রকাশ করা হয়েছে বলেও জানান নির্দেশক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *