মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮Dedicate To Right News
Shadow

গানচিলের ঈদ উপহার

Spread the love

ঈদ উৎসবে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক-এর ব্যানারে প্রকাশ হচ্ছে বেশ কিছু  গান ও নাটক।

গানের তালিকায় আছে– লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া ‘মায়ার উৎসব’। আসিফ ইকবালের কথায় এই গানের সুর ও সঙ্গীত করেছেন ঈশান মিত্র। থাকছে আসিফ ইকবালের কথায় কিশোর দাশের সুর ও সংগীত সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদারের দ্বৈত গান ‘রিমঝিম’।

কাজী আনানের নতুন গানচিত্র ‘বাড়াবাড়ি’। নুরী পাগলের কথা ও সুরে গানের সঙ্গীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী নিজেই।  এছাড়া তরুণ কণ্ঠশিল্পী আরিয়ান চৌধুরীর ‘না ঘটার ঘটনা’ও প্রকাশ হচ্ছে এই ঈদে।

গানচিল মিউজিকের হেড অব অপারেশনস লুৎফর হাসান জানান, গানগুলো গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলের পাশাপাশি থাকবে বিভিন্ন দেশি-বিদেশি প্লাটফর্মেও।

গানের পাশাপাশি থাকছে বিশেষ নাটক ‘প্রিয় পুত্র’। দুই প্রজন্মের আনন্দ, বেদনা আর সহনশীলতার দূরত্ব নিয়ে গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সাবেরী আলম প্রমুখ। প্রকাশ পাবে ঈদের পরদিন গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *