বুধবার, জুলাই ৩Dedicate To Right News
Shadow

দেশে ফিরলো এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ বিজয়ী বাংলাদেশ দল

Spread the love

এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলকে ফুল দিয়ে বরণ করে নেয় ‘বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি’ ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘এইস’।

শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত দলটা। প্রথমবার অংশ নিয়েই বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই ক্রিকেটাররা সবাই একটা সময় খেলেছেন পেশাদার ক্রিকেট। বিভিন্ন পর্যায়ের লিগে খেলেছেন তারা। কিন্তু ক্রিকেটে ক্যারিয়ার গড়া হয়নি নানা কারণে। এখন তারা নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেট। সেখান থেকে বিশ্বকাপের মতো আসরে খেলতে পেরে দারুণ খুশি সবাই।

শিরোপা জিতে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ক্রিকেটারা। অনেকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তারাও ফুল দিয়ে বরণ করে নেন বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটারদের। তৈরি হয় দারুণ এক আনন্দঘন মুহূর্ত। এমন অর্জন বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলবে বলে মনে করেন বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা।

কেনিয়া নাইরোবিতে জুনের ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর। অংশ নেয় স্বাগতিক কেনিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ ১২টি দেশ। এলএমএস বিশ্বকাপে বাংলাদেশের এটা প্রথম অংশগ্রহণ। ফাইনালে ইংল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বি.দ্র.: এলএমএস বিশ্বকাপ ২০২৪- এ টুর্নামেন্টের সেরা ব্যাটার বাংলাদেশের সৈয়দ মুস্তাহিদ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের মারুফ আহমেদ, ফাইনালসেরা হয়েছেন বাংলাদেশের শেখ আরিফুজ্জামান আকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *