সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

বর্ষার গান নিয়ে আসছেন অণিমা রায়

Spread the love

বর্ষা মানে বৃষ্টি ভেজা দিন। বর্ষা মানে ঝরঝর বারিধারা। বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু। বর্ষা নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় হাজির হবেন ড. অণিমা রায়। আগামী ৫ জুলাই সকাল সাতটার সংবাদের পর গান দিয়ে শুরু অনুষ্ঠানে গাইবেন রবীন্দ্রনাথের প্রিয় বর্ষা নিয়ে। মোহিত করবেন দর্শকদের। অণিমা রায় এ সময়ের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্র চর্চা করেন। রবীন্দ্রনাথ তার ধ্যান জ্ঞান। মন প্রাণ উজাড় করে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *