শুক্রবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

নতুন সিনেমায় দিনার

Spread the love

অভিনেতা ইন্তেখাব দিনার। মঞ্চ থেকে টেলিভিশন। তারপর নাম লেখান বড় পর্দায়। বর্তমানে ওটিটির কাজ নিয়েই বেশি ব্যস্ত এই অভিনেতা। এদিকে সম্প্রতি নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার। ‘নীল জোছনা’ নামের এই সিনেমাটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভূবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। সরকারী অনুদানের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। জানা গেছে, এই সিনেমায় দিনারকে দেখা যাবে সেন্টু নামের চরিত্রে। এটি এই সিনেমার নেতিবাচক একটি চরিত্র। সেন্টু চরিত্রে অভিনয় প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘বহু বছর ধরে এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। সিনেমাটির গল্প খুবই ভালো লেগেছে। আর নির্মাতার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি, এটি দারুণ একটি চলচ্চিত্র হবে।’ তিনি আরও বলেন, ‘অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে ভিন্ন একটি চরিত্রে কাজ করছি। কতটুকু করতে পারছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমার নেতিবাচক চরিত্রে নিজেকে আবিষ্কার করেছি। আমার ভক্ত আর দর্শকদের কাছে অনুরোধ থাকবে, ছবিটি দেখতে সিনেমা হলে যাবেন সবাই।’

দিনার প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘এর আগ টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমায় ইন্তেখাব দিনারকে এমন চরিত্রে দেখা যাইনি। সে জায়গা থেকে বলতে গেলে তিনি দারুণ করেছেন। আশা করছি সিনেমাটির কাজ ঠিকঠাক মতো শেষ করতে পারব।’ ‘নীল জোছনা’ সিনেমায় আরও অভিনয় করেছেন পশ্চিমবাংলার অভিনেত্রী পাওলি দাম, মেহের আফরোজ শাওন, সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়াসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *