
বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট এর বহুল প্রতীক্ষিত ল্যাপটপ গিগাবাইট জি৬এক্স নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এটিতে ব্যতিক্রমী পারফরম্যান্স,নানান গেমে নিরবচ্ছিন্নভাবে অংশগ্রহণ এবং সৃজনশীল অ্যাপ্লিকেশনে পেশাদারিত্ব নিশ্চিত করতে এতে ইনটেল কোর ১৩ জেন এইচএক্স প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ ল্যাপটপ জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ব্যবহার করা হয়েছে। একইসাথে, মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কপিলটের সাহায্যে এটি শেষ হওয়া কাজ স্ট্রিমলাইন করে রাখে, প্রতিদিনের কাজের চাপ কমায় ও সৃষ্টিশীলতার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। এতে অনন্য ফোর-সাইডেড স্লিম বেজেল ডিজাইন ব্যবহার করা হয়েছে; ফলে, ৯০ শতাংশ স্ক্রিন-টু-ডি রেশিওর মাধ্যমে দেখার ক্ষেত্রে অনবদ্য অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। একইসাথে, দেখার ক্ষেত্রে সিনেমার মতো অভিজ্ঞতা পেতে এতে ব্যবহার করা হয়েছে ডলবি এটমস।
গিগাবাইট জি৬এক্সে ইনটেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ ল্যাপটপ জিপিইউ ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ১০৫ ওয়াট পর্যন্ত গ্রাফিক্স পাওয়ার সরবরাহ করে। ইন্টেগ্রেটেড ও ডেডিকেটেড গ্রাফিক্সের মধ্যে নিরবচ্ছিন্ন সুইচিং নিশ্চিত করতে এবং বিভিন্ন রকম কাজের চাপের মধ্যেও সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখতে এতে এমইউএক্স সুইচ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তার ওপর, এর ডুয়েল-ফ্যান ডিজাইন ও থ্রিডি ভর্টএক্স এয়ার-নেলিং সমৃদ্ধ উইন্ডফোর্স কুলিং টেকনোলজি কার্যকর তাপ পরিবহনের জন্য সর্বোচ্চ বায়ুপ্রবাহ নিশ্চিত করে। পাশাপাশি, টানটান গেমিং সেশনের সময়েও আরামদায়ক তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করে এর আইসি টাচ ডিজাইন।
ব্যবহারকারীদের সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে গিগাবাইট জি৬এক্সে নির্ধারিত এআই টেনসরআরটি ব্যবহার করা হয়েছে, যা এআই কম্পিউটিং পারফরম্যান্স উন্নত করবে। পাশপাশি, বাস্তবসম্মত গ্রাফিক্স রেন্ডারিং নিশ্চিতে এতে ডিপ লার্নিং সুপার-স্যাম্পলিং (ডিএলএসএস) ব্যবহার করা হয়েছে। এর ব্যবহারকারী-বান্ধব কপিলট কী মাইক্রোসফটের কপিলটের সাথে দ্রুত সংযোগ স্থাপন এবং নিরবচ্ছিন্ন এআই সহায়তা নিশ্চিত করবে। একইসাথে, এর ডলবি এটমস ব্যবহারকারীদের সিনেমাটিক অডিও অভিজ্ঞতা ও সমৃদ্ধ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ডিজাইন ও সক্ষমতার ক্ষেত্রে গিগাবাইট জি৬এক্সে ১৬:১০ আসপেক্ট রেশিও ও ফোর- ইডেড স্লিম বেজেল ডিজাইন সহ একটি অনবদ্য ১৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করতে এতে ৭৩ ওয়াট আওয়ার (ডব্লিউএইচ) ব্যাটারি সক্ষমতা ব্যবহার করা হয়েছে। একইসাথে, এতে মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হতে সক্ষম এমন ফাস্ট চার্জিং এবং পিডি ৩.০ টাইপ-সি চার্জিং সুবিধা রয়েছে।
গিগাবাইট জি৬এক্স ছাড়াও অরাস ১৬এক্স, ফ্ল্যাগশিপ অরাস ১৭এক্স, এআই-নির্দিষ্ট নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) অপ্টিমাইজড অরাস ১৭ ও অরাস ১৫ সহ এআই গেমিং ল্যাপটপের আরও বিস্তৃত সমাহার নিয়ে হাজির হয়েছে গিগাবাইট।