৬ আগস্ট ছিল মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ‘হিরোশিমা দিবস’। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৫-এর এ দিনে আমেরিকার আণবিক বোমা হামলায় জাপানের হিরোশিমা এবং ৯ই আগস্ট নাগাসাকিতে মোট নিহত হয় প্রায় দু’লক্ষ সাতচল্লিশ হাজার এবং আহত হয় অগণিত মানুষ। দিবসটি স্মরণে শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ২৩ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় পৃথিবীর একমাত্র নাট্যদল হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল।এবারেও যথারীতি দিবসটি পালনের প্রস্তুতি নিলেও বর্তমান অনিবার্য পরিস্থিতিতে আগামী ১৬ই আগস্ট শুক্রবার ‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’- এ স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে‘হিরোশিমা দিবস ২০২৪’ স্মরণে অনুষ্ঠানমালা অয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বপ্নদল।
হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৯ বছর পূর্তি স্মরণে আয়োজিত ‘হিরোশিমা দিবস ২০২৪’-এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত থাকছে- বিকাল ৫টা থেকে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-ভিডিও-ইন্সটলেশন আর্ট প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় থাকবে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য এবং হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র ১২৩তম মঞ্চায়ন।বাদল সরকারের মূলরচনা অবলম্বনে প্রযোজনাটির রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এর আগে ১৪ই আগস্ট বুধবার রাত দশটায় ভারতের কলকাতা থিয়েটার গাইড-এর অয়োজনে এবং সম্পাদক নাট্যজন তমাল মুখার্জি-র সঞ্চালনায় স্বপ্নদলের ‘হিরোশিমা দিবস ২০২৪’-এর অনুষ্ঠানমালা নিয়ে তাদের পেজ থেকে ফেসবুক লাইভ অলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
‘হিরোশিমা দিবস ২০২৪’ আয়োজনে স্বপ্নদলের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেবাংলাদেশেস্থ জাপান দূতাবাস, জাপানস্থ বাংলাদেশ দূতাবাস, দক্ষিণ আফিকার মালাওই-র নাট্যসংগঠন নাজকা আর্টস থিয়েটার, ফ্রান্সের নাট্যসংগঠন লা বেল ইকুইপ, অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন, ভারতের ঢাকুরিয়া নাট্যমুখ,শ্রীলংকার রেড অপেল ইন্টারন্যাশনাল থিয়েটার গ্যাদারিং, ভারতের নাট্যসংগঠন রিষড়া দূরায়ণ,জাপানের কাহাল গ্যালারি ও ভারতের নাট্যপত্রিকা কলকাতা থিয়েটার গাইড।
প্রসঙ্গত, স্বপ্নদলের নিয়মিত ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন, ‘হিরোশিমা দিবস’ পালন প্রভৃতি যুদ্ধ-আণবিক অস্ত্রবিরোধী গুরুত্বপূর্ণ প্রয়াসের জন্য জাপান সরকার স্বপ্নদলকে আনুষ্ঠানিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস্ কমন্ডেশেন ২০১৯’ প্রদান করে।