শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

দীপ্ত টিভিতে ‘শাবনূর সপ্তাহ‘

Spread the love

দীপ্ত টিভিতে গত ৩ আগস্ট থেকে প্রতিদিন দুপুর ২টায় চলছে শাবনূর অভিনীত ৭টি বাংলা সিনেমা। আজ ৭ আগস্ট বুধবার থাকছে আবিদ হাসান বাদলের পরিচালনায় বাংলা সিনেমা তুমি শুধু তুমি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা চার সতীনের ঘর। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে। ৯ আগস্ট শুক্রবার থাকছে শাহ মো: সংগ্রমের পরিচালনায় বাংলা সিনেমা বলবো কথা বাসর ঘরে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *