শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

বৈষম্য বিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

Spread the love

জুলাই ও আগস্ট মাসের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফিরোজের পদত্যাগের দাবিতে অনশন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ ১৩ আগস্ট ২০২৪ সকালে ঢাকার শুক্রবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ মেসেজ জানানো হয়েছে যে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী রাস্তায় ছাত্রদের উপর হামলা করার পর খাওয়া দাওয়ার জন্য অস্ত্র, রামদা, লাঠি নিয়ে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের জন্য স্কুলের বোর্ড রুম এবং হল রুম খুলে দেয়া হয়। খাওয়া দাওয়া শেষে তারা আবার রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে।

চলাকালীন সময়ে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী রাস্তায় ছাত্রদের উপর হামলা করে এবং খাওয়া দাওয়ার জন্য তারা অস্ত্র, রামদা,লাঠি নিয়ে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের জন্য স্কুলের বোর্ড রুম এবং হল রুম খুলে দেয়া হয়। খাওয়া দাওয়া শেষে তারা আবার রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে।

এজন্য শিক্ষার্থীরা প্রশ্ন রাখেন, একজন প্রধান শিক্ষক কিভাবে দেশের এই ক্রান্তিলগ্নে এই সন্ত্রাসী বাহিনীকে স্কুল প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দিতে পারে! তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যঙ্গ করে পোস্ট করেন এবং পরবর্তীতে উনি তা সরিয়ে ফেলেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।

লিখিত বার্তায় আরো জানানো হয়, আওয়ামীলীগ সরকার থাকাকালীন শুক্রাবাদের ওয়ার্ড সভাপতি মাহে আলমের যত মিটিং মিছিল হত তার জন্য নিউ মডেল বহুমুখী উচ্চ স্কুলের বোর্ড রুম এবং হলরুমকে প্রধান শিক্ষক এস এম ফিরোজ ছেড়ে দিতেন। এটি স্কুল কখনোই ছিলো না বরং এটি ছিলো রাজনৈতিক মিটিং মিছিলের কেন্দ্র।

শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন যে, স্কুলের সম্পদ আত্মসাৎ নজিরবিহীন। স্কুলের কোটি কোটি টাকা লুটপাট করে একক রাজত্ত্ব কায়েম করেছে। অনৈতিকভাবে শিক্ষকদের হেনস্তার অভিযোগ ও ওনার বিরুদ্ধে আছে।

এসব কারণে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা ছাত্রদের বিপক্ষে প্রধান শিক্ষকের অবস্থান নেওয়া, সন্ত্রাসীদের প্রতিষ্ঠান এর ভিতর ঠাঁই দেওয়া এবং অর্থ আত্মসাৎ এর দায়ে তার পদত্যাগের দাবি জানায়। শীঘ্রই এই দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *