আমারেনি ভূইলা গেলা বন্ধু তুমি শখের করাত
নিদারুণ শিহরিত সময়ের শীৎকার
বাগানে গোলাপ ফোঁটে চুপিচুপি কারুকাজে
ফোটে না আমার বরাত ।
আলিঝালি স্বপ্ন দেখা রাতের রাসবিহারী কঠিন ভ্রমণ
বালিশে লেপ্টে থাকে কান্নার বালুকনা
চক্ষুমন্ত ঘুমদেশে নিরন্তর ঘণ্টাধ্বনি কালের প্রপাত
তবুও জাগে না আমার বরাত ।
আমারেনি ভূইলা গেলা সূর্য ওঠা সুখের প্রভাত
বজ্রপাতে হতাহত জীবনের ব্যাকুলতা
তপোবনে গন্ধরাজ ছড়ায় দারুণ সুবাস
অন্যদিকে ঢাকে মুখ মহানন্দা কবিতার মৌতাত ।
অদ্ভুত বাঘের পিঠে সওয়ারি অলীক রাখাল
মাঝেসাঝে বাজায় বাঁশি আজনাবি সকাল-সন্ধ্যায়
বৃন্দাবনে কুস্তি করে কীর্তিনাশা অসুরের দল
কবিকুঞ্জে রাতদিন মুখরিত সুরের আঁতাত।
আমারেনি ভূইলা গেলা সুজনসখী মহাপ্রভাত !!!
আমারেনি ভূইলা গেলা পরাণপাখি আদমসূরাত !!!