রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজান

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে যোগদান করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর (গ্রেড-২) ড. মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার (৫ আগস্ট) অপরাহ্নে তিনি এই পদে যোগদান করেন।
এখানে উল্লেখ্য যে, একইদিন এক অফিস আদেশে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে শারীরিক শিক্ষা দপ্তরে পরিচালক পদে বদলি করে প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ড. মিজান অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করবেন।
প্রফেসর ড. মো. মিজানুর রহমান এপ্রিল, ২০০৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ে প্রভাষক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা) পদে (ডিসেম্বর ২০০৫ থেকে এপ্রিল ২০০৮ পর্যন্ত) কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ২০০৭-২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে সাতক্ষীরা জেলায় ‘ভোটার তালিকা ও এনআইডি কার্ড প্রণয়ন’ প্রকল্পে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মো. মিজানুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি. এবং এম.এসসি. প্রোগ্রামে. প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন; তিনি ফ্যাকাল্টি ফার্স্ট ছিলেন এবং প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রাপ্ত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ ২০১৪ সালে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২২ প্রোগ্রামের একজন সম্মানিত পোস্ট-ডক্টরাল ফেলো। তিনি মালয়েশিয়ার তেনাগা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত ভিজিটিং স্কলার ছিলেন। তিনি ওঊঊঊ, বাংলাদেশ চ্যাপ্টারের একজন গর্বিত সদস্য। বিভিন্ন প্রসিদ্ধ আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৫০টির মত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কম্পিউটার বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে ৪ (চার)টি একাডেমিক বইয়ের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *