রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

১০০ পর্বে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘

Spread the love

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা’র অনুপ্রেরণায় নির্মিত দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক নাটক দেনা পাওনা শতপর্ব ছুঁতে যাচ্ছে। চলতি বছরের ১৮ মে ধারাবাহিকটি দীপ্ত টেলিভিশনে সম্প্রচার শুরু হয়। খুব অল্প সময়েই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ড্রামা, সাসপেন্স ও রোমান্সে পরিপূর্ণ ধারাবাহিক নাটকটিতে নতুন নতুন চমক যেমন থাকছে, পাশপাশি থাকছে বিভিন্ন বৈচিত্রময় চরিত্রের সন্নিবেশ ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন। যে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে সব শ্রেণির দর্শক নাটকটি গ্রহণ করেছে। ১৬ সেপ্টেম্বর দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে সম্প্রচার হবে। নতুন নতুন পর্ব নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে দেনা পাওনা নাটকটি। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে দেনা পাওনা।

নাটকটিতে দেখা যায় ইরফান ও পারমিতা তাদের ভালবাসার স্বীকৃতি চাইলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থ-সামাজিক বিভেদ। পরিবারের সম্মান, ভালবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে।

গোলাম মুক্তাদির শানের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাৎ হোসেন, ফাহিম মালেক ইভান, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, মেহেদি হাসান প্রমুখ। দেনা পাওনা ধারাবিহিক নাটকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *