রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে একসাথে কাজ করবে বিডা ও ফিকি

Spread the love

“বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে একসাথে কাজ করবে বিডা ও ফিকি”- আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র কনফারেন্স রুমে বিডা ও ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর প্রতিনিধিবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মতবিনিময় সভায় বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপাতিত্বে গেস্ট অফ অনার হিসবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিডা’র নব যোগদানকৃত নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিকির প্রেসিডেন্ট জাবেদ আখতার।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর উপস্থিতিতে মতবিনিময় সভায় বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম ও ফিকির প্রেসিডেন্ট জাবেদ আখতার বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, পলিসি , বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এর চিত্র তুলে ধরেন। এসময়ে বিডা ও ফিকির তরফ থেকে বিডা ও ফিকির কাজ সম্পর্কিত এবং বর্তমানে দেশে বিনিয়োগের তথ্য সম্মিলিত আলাদা আলাদা ভাবে দুইটি অডিও ভিজুয়াল উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে, নতুন নতুন বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি এবং অধিক হারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে এক সাথে কাজ করার পরামর্শ দেন।

এসময়ে সভাপতির বক্তব্যে বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বিডা ওএসএসসহ অন্যান্য সেবাসমূহের কথা উল্লেখ করে ফিকি প্রতিনিধিবৃন্দকে গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের জন্য অনুরোধ করে বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।

ফিকির প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময়কালে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা এফডিআই অর্জনের জন্য বহিঃবিশ্বে বাংলাদেশের দূত হিসাবে কাজ করে থাকেন, আপনাদের মাধম্যেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে এবং দেশে বিদেশি বিনিয়োগ আসে। বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগের গন্তব্য। আমরা আশা করছি বৈদেশিক বিনীয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা রয়েছে, তা আমরা দ্রুতই সমাধান করতে পারব এবং বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে টিম হিসাবে এক সাথেই কাজ করব।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিবৃন্দসহ, ফিকি ও বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *