বুধবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

মার্সোর প্রয়াণদিবসে স্বপ্নদলের ফেসবুক লাইভ

Spread the love

সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে খ্যাত ফরাসি মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ১৭তম প্রয়াণবার্ষিকীতে আজ ২২শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার রাত ন’টায় বিশেষ ফেসবুক লাইভ অলোচনা অনুষ্ঠানের অয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। মার্সোর জীবন-কর্ম-দর্শন অলোচনাসহ ‘মূকাভিনয়ে মার্সেল মার্সো এবং স্বপ্নদলের মূকনাট্যপ্রয়াস’ শীর্ষক এ লাইভটি স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক আইডি (https://www.facebook.com/zahid.repon) থেকে সরাসরি সম্প্রচার হবে। প্রতিবছর এদিনে স্বপ্নদল মিলনায়তনে অলোচনা ও মূকনাট্য মঞ্চায়ন করলেও এবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বন্ধ থাকায় মার্সোর স্মরণে অনলাইনে অনুষ্ঠান আয়োজন করছে।

বাংলাদেশের মূকাভিনয় ইতিহাসে দর্শনীর বিনিময়ে নিয়মিত ও সর্বাধিক মঞ্চায়িত বাঙলা মূকাভনয়রীতিতে নির্মিত স্বপ্নদলের দু’টি দর্শকনন্দিত মূকনাট্য (মাইমোড্রামা) উইলিয়াম শেক্সপিয়র অবলম্বনে ‘ম্যাকবেথ’ এবং আরব্য রজনী অবলম্বনে ‘জাদুর প্রদীপ’-এর কয়েকজন প্রত্যক্ষ-নেপথ্যশিল্পী এ ফেসবুক লাইভে অংশগ্রহণ করবেন। এরা হলেন- জুয়েনা শবনম (‘ম্যাকবেথ’-এর কাহিনি পুনর্বিন্যাসকারী এবং ‘জাদুর প্রদীপ’-এর গ্রন্থিক ও রাজকন্যা), সামাদ ভূঞা (‘জাদুর প্রদীপ’-এর আলাদিন), জেবুন নেসা (‘ম্যাকবেথ’-এর লেডি ম্যাকবেথ ও ‘জাদুর প্রদীপ’-এর নৃত্যদল), অর্ক অপু (‘ম্যাকবেথ’-এর ম্যাকডাফ এবং ‘জাদুর প্রদীপ’-এর উজির পুত্র) এবং তারেক আজিজ নিশক (‘ম্যাকবেথ’-এর ম্যাকবেথ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গবেষণাগার মূকনাট্য ‘ম্যাকবেথ’ ও ‘জাদুর প্রদীপ’-এর নির্দেশক জাহিদ রিপন।

প্রসঙ্গত, মার্সেল মার্সো ফ্রান্সের স্টাসবুর্গ শহরে ২২শে মার্চ ১৯২৩ জন্মগ্রহণ করেন এবং মূকাভিনয়শিল্পে প্রায় ৬০ বছরের একনিষ্ঠ সাধনা শেষে কিংবদন্তিতুল্য ও সর্বজনশ্রদ্ধেয় এ শিল্পী ২০০৭-এর ২২শে সেপ্টেম্বর প্রয়াত যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *