সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের নাটকে মৌসুমী হামিদ

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২৭ আগস্ট। এ উপলক্ষে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক কাজী নজরুল ইসলামের বাদল বরিষনে গল্পের ছায়া অবলম্বনে বিশেষ নাটক “কালো হরিণ চোখ”। বিষ্ণু ঈয়াসের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকের অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এছাড়া আরো অভিনয় করেছেন রওনক হাসান, জয় রাজ, ডাঃ আমিন, সান্ত¦না সাদিকা, অধরা প্রিয়া, আয়শা, কাজী বাবুল, জুয়েল রানা, সাগর দাশ, রিয়ান মালিক রানা, সাজিদ খান ও ইয়াসির আরাফাত।

কাজী নজরুল ইসলামের বাদল বরিষনে গল্পটি মুলত ভাদ্রের শুক্লা পঞ্চমীর বৃষ্টিমুখর রাতে প্রিয় মানুষের বিসর্জনের ব্যথা স্মৃতি রোমন্থন করা একটি বেদনাতুর গল্প। গল্পটি বর্ণ ও ধর্ম বৈষম্য নিয়ে। তৎকালিন সময়ে কাজরী নামের কালো এক মেয়ের কালো হরিণ চোখ দেখে মুগ্ধ হয় গল্পের নায়ক ইউসুফ। ইউসুফ হলো জমিদারের ছোট নাতি। তাদের এখন জমিদারিত্ব না থাকলেও গ্রামে তাদের জমিদারি বংশের সুখ্যাতি রয়ে যায়। অনেক বছর পর জমিদার নাতি ইউসুফ গ্রামে এসে চঞ্চলা কিশোরী কাজরীর চঞ্চলতায় মুগ্ধ হয়। বিশেষ করে কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে।

কাজরীর সাথে কথা বললে বুঝা যায় কাজরী তার কালো রূপের কারণে নিজেকে সবসময় তুচ্ছ অবহেলিত ভেবে আসছে কিন্তু ইউসুফ তাকে বুঝায় মানুষের সৌন্দর্য বাহিরের রূপে নয় আসল সৌন্দর্য তার মনের ভিতরে। তারপরও কাজরী নিজেকে ছোট ভেবে তার কালো রূপের স্রষ্টার নিকট আরাধনা জানায়। এদিকে কাজরীর বাবা হরেন ছুতো জোর করে মদখোর বিষ্ণুর সাথে কাজরীর বিয়ের ব্যবস্থা করে। বিয়ের আসরে কাজরী পালিয়ে যায়। সেখান থেকে নাটকের মোড় ঘুরে যায়। এভাবে নাটকের কাহিনী এগিয়ে যাবে।

২৭ আগষ্ট রাত ১০টায় মাছরাঙ্গা টেলিভিশনে কালো হরিণ চোখ নাটকটি প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। পারাবত টেলিমিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক ডাঃ নুরুল আমিন বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *