বৃহস্পতিবার, মার্চ ২৮Dedicate To Right News
Shadow

মেহজাবিন ও হিমিকে ডিএমপির সম্মাননা

Spread the love

আরটিভির ঈদুল আযহা ২০২১ অনুষ্ঠানমালায় তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় নাটক ‘আলো’। মেহজাবীন চৌধুরীর রচনায় মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, মনোজ প্রামাণিক, ফখরুল বাশার মাসুম, ইকবাল হোসেন, বাশার বাপ্পী প্রমুখ।

২৬ আগস্ট দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে এক বিশেষ আয়োজনের মাধ্যমে তাদেরকে সম্মাননা প্রদান করেন।

এ প্রসঙ্গে নাটকটির রচয়িতা ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ, ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ। পুলিশ প্রসাশনে জড়িতদের, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে গত ঈদে প্রচারিত ‘আলো’ নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি, নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এভাবে স্পর্শ করবে। কৃতজ্ঞতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে; আজ আপনারা যেভাবে আমাদের ‘আলো’ নাটকটিকে সম্মান জানিয়ে পুরস্কৃত করলেন, আমরা অভিভূত। ধন্যবাদ মনিরুল ইসলাম স্যারকে (স্পেশাল ব্রাঞ্চ প্রধান); আমাদের এই ছোট্ট উদ্যোগকে এতটা ভালোবাসা দেয়ার জন্য। ধন্যবাদ আমেনা বেগম স্যারকে আমাদের আমন্ত্রণ জানিয়ে অনেক বেশি অনুপ্রেরণা প্রদানের জন্য। ধন্যবাদ Bangladesh Police Special Branch, Dhaka Metropolitan Police – DMP এর সকল সদস্যদের যারা আমাদের এই কাজটি দেখেছেন। পছন্দ করেছেন। উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ আরটিভিকে নাটকটি প্রচারের সুযোগ করে দেয়ার জন্য। ধন্যবাদ এই নাটকের পরিচালক Mahmudur Rahman Hime, সহ-অভিনেতা Manoj Pramanik ভাই সহ সকল শিল্পী-কলাকুশলীদের; যারা এই সাফল্যের পেছনে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রেখেছেন। ধন্যবাদ Bangladesh Police Women Network – BPWN ।

নাটকের লিংক: https://www.youtube.com/watch?v=H5RfGBBo1yM

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *