অন্তবর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুই-দিনব্যাপী এক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিপিএমসিএ’র প্রেসিডেন্ট এম এ মুবিন খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন- এর সভাপতি প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ, কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংসিক। এ কনফারেন্সে ৭টি দেশ থেকে চিকিৎসা শিক্ষা খাতের প্রথিতযশা প্রায় ৪৫০ চিকিৎসক ও ব্যক্তিত্ব অংশ নেন। এতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাবহারের উপর আলোচনা করা হয়।