বৃহস্পতিবার, এপ্রিল ২৪Dedicate To Right News
Shadow

পূজায় আসছে ‘বিসর্জনে অর্জন’

Spread the love

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে। আগামী ১১ অক্টোবর, শুক্রবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।

এ সম্পর্কে তিনি বলেন, নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোন কোন কলিগ তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়। সে তার মায়ের হাতের বানানো নাড়– নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়– বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। শান্ত নামে একজন কলিগ আছে, যে নিতুকে পছন্দ করে কিন্তু কখনো বলে না। নিতুও তাকে পছন্দ করে।

এদিকে, তার মায়ের পছন্দের পাত্র রিজওয়ান পূজা উপলক্ষে বিদেশ থেকে আসছে। এবার নিতুর সাথে তার বিয়ে চূড়ান্ত করতে চান মা। নতুন সংকটের মুখোমুখি হয় নিতু। এভাবেই এগিয়ে যায় গল্প।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেকদিন পর পূজার নাটক করলাম। একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার মনে হয়েছে এ সময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *