রবিবার, ডিসেম্বর ৭Dedicate To Right News
Shadow

বৈশাখী টেলিভিশনে “প্রেমিক”

Spread the love

বৈশাখী টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ঝগড়াবাড়ি’। প্রচার হবে ১০ অক্টোবর রাত ১০.০০টায়। গল্প : সুবাতা রাহিক জারিফা,মাসুদ রানা অনিকের রচনা ও পরিচালনায় নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত ও অহনা রহমান। আরো অভিনয় করেছেন নিলা ইসলাম, আবদুল্লাহ রানা, শফিক খান দিলু প্রমুখ।
দুই পরিবারের গল্প নিয়ে এ নাটক। দুই পরিবারের দুই কর্তা আপন ভাই কিন্তু জমিজমা নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। দুই ভাইয়ের দুই বউ একজন আরেকজনকে সহ্য করতে পারে না। মূলত: তাদের কারণেই দুই পরিবারে অশান্তির শেষ নেই। একদিন অবস্থা এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, বাড়ির উঠান বরাবর রেখা টেনে আলাদা করে দেয়া হয়। ঐ রেখা কেউ পার হলেই শুরু হয় তুমুল ঝগড়াঝাটি। এ নিয়ে আবার নানা রকম হাস্যরসের জন্ম দেয়। এমনই হাস্যরস আর মজার কাহিনী নিয়ে এগিয়ে চলে নাটক। নাটকটি দর্শকদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই,এমনই বললেন নাটকের পরিচালক মাসুদ রানা অনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *