রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

প্রথম মৌলিক গান নিয়ে মারুফ

Spread the love

ইউটিউবে উম্মুক্ত হলো শাখাওয়াত হোসেন মারুফ-এর প্রথম মৌলিক গান। গানটি লিখেছেন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। “তুমি আমার জানা উত্তর” শিরোনামের এ গানটি মূলত প্রেম ও বিরহকে কেন্দ্র করেই।

শিল্পীর নিজের ইউটিউব অফিসিয়াল চ্যানেল “Shakhawat Hossain Maruf” থেকেই প্রকাশিত হয়েছে গানটি। পাশাপাশি গানটি অ্যাপল মিউজিক, আইটিউন, অ্যামাজন মিউজিক, স্পটিফাই, অডিওম্যাকের মতো জনপ্রিয় মিউজিক স্টোরসমূহের পাশাপাশি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হয়েছে।

এ গানটি প্রসঙ্গে মারুফ বলেন, “গান গাওয়ার কোন ইচ্ছে কখনোই ছিল না। সব সময় প্রফেশনাল শিল্পীদের দিয়েই গান করিয়েছি। কিন্তু করোনায় লকডাউনের সময়টিতে শিল্পীদের ডাকাও যাচ্ছিলো না। এদিকে নতুন নতুন গান জমছিলো। হঠাৎ করেই সিদ্ধান্তটি নেয়া। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

গানটির মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। মডেল হিসেবে আছেন ফয়সাল দীপ ও সোহানি ইসরাত। চিত্রগ্রহণ করেছেন সানি খান। ঢাকাতেই ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি।

গানটির ইউটিউব লিঙ্কঃ https://youtu.be/AZDK1M1qaBw

উল্লেখ্য, দুই যুগেরও বেশি সময় ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শাখাওয়াত হোসেন মারুফ। দীর্ঘ এ সময় তিনি গান লেখা, সুর ও সঙ্গীত পরিচালনা করার পাশাপাশি বেশ কিছু গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তবে এবারই প্রথম কোন গানে কন্ঠ দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *