বুধবার, ডিসেম্বর ৪Dedicate To Right News
Shadow

কিডস টাইমের ৭ম জন্মদিন উদযাপিত

Spread the love

শিশুদের অংশগ্রহণে বর্ণিল, বৈচিত্র্যময় নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর (শুক্রবার) পালিত হল জনপ্রিয় আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের ৭ম জন্মদিন।
ধানমন্ডি শাখায় আয়োজিত এ জন্মোৎসবে কিডস টাইমের ধানমন্ডি, খিলগাঁও, কিশোরগঞ্জ, সাভার, রাজশাহী এবং প্রিস্কুলের শিক্ষার্থীরা সহ, অনলাইন ও অফলাইন প্রোগ্রামের প্রায় ৫০০ শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে শিশুরা ছড়া, দলীয় ও একক নৃত্য, গান ও নাটক পরিবেশন করে। গুফির জনপ্রিয় চরিত্রগুলো পাপেট শোতে অংশনেয়। রেফেল ড্র এবং কেক কাটা এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে।
অনুষ্ঠানে গিফট পার্টনার ছিল ইফাদ, এ সি আই এবং পুষ্টি পার্টনার গ্রামীণ ডানোনের শক্তি, লার্নিং পার্টনার টিচার্স টাইম। কিডস টাইমের ৭ম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে রেফেল ড্র পার্টনার টগুমগু শিশুদের জন্য বিশেষ উপহার প্রদান করে।
লাইট অব হোপ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ওয়ালীউল্লাহ ভূঁইয়া বলেন, “গত সাত বছরে কিডস টাইমের অর্জন ও সাফল্যে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য আরও বেশি শিশুর কাছে পৌঁছানো এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা।”
কিডস টাইম আগামী ৮ম বর্ষে আরো দেশ ব্যাপী আরো ২৫টি নতুন শাখা খোলার লক্ষ্যে কাজ করছে। এতে করে আরও বেশি শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ৮ম বর্ষে পদার্পণ কারী কিডস টাইম বাংলাদেশের ভবিষ্যতের নেতৃত্বদান কারী শিশুদের জ্ঞান, দক্ষতা বাড়াতে সিঙ্গাপুর ম্যাথ, জয় স্কুল স্পোকেন ইংলিশ, ক্রিয়েটিভ আর্ট ক্রাফট, স্টোরি মেকিংয়ের মতো সৃজনশীল কোর্সগুলো পরিচালনা করছে।
গত ৭ বছরে কিডস টাইমের কোর্সগুলোতে দেশের বিভিন্ন জেলা, এবং দেশের বাইরে থেকেও ৫০০০ এর বেশি শিশু অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *