বৃহস্পতিবার, জানুয়ারি ২৩Dedicate To Right News
Shadow

এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Spread the love

বিশ্বের ১৪টি দেশের ৩৭টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিধিত্ব করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এই প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য এবং এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি (এএইউ) প্রতিষ্ঠা সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য একমত হয়েছে।

গত ৩১ অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে ২২তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) ২০২৪- এর আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন এই চুক্তি স্বাক্ষর হয়। ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ড. মো. সবুর খান এই চুক্তির ব্যাপারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিজের মতামত তুলে ধরেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান এবং কীভাবে এই চুক্তির সফল প্রয়োগের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্র থেকে শিক্ষা পরিবেশের যুগোপযোগী পরিবর্তন আনা সম্ভব, সে বিষয়ে আলোচনা করেন।

এশিয়া অ্যালায়েন্স ইউনিভার্সিটি (এএইউ) হলো এশিয়া এবং এর বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীকেন্দ্রিক একটি সহযোগী নেটওয়ার্ক, যা শিক্ষার্থীদের জন্য আন্ত-প্রতিষ্ঠানমূলক শিক্ষার সুযোগ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এএইউ-এর মাধ্যমে ডিআইইউ এবং অন্যান্য সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বা দুই বছর তাদের পছন্দের যে কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাবেন, যা অন-ক্যাম্পাস ও অনলাইনে হতে পারে এবং সমস্ত ক্রেডিট সম্পূর্ণরূপে স্বীকৃত ও স্থানান্তরযোগ্য হবে। এটি শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরও উন্নত এবং ক্যারিয়ারকে আরও বহুমুখী করতে সাহায্য করে। শিক্ষার্থীরা এএইউ নেটওয়ার্কের যে কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার বা এক্সচেঞ্জ শিক্ষার্থী হিসেবে তাদের শিক্ষা অব্যাহত রাখতে পারবেন এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতার মাধ্যমে তাদের শিক্ষাজীবন সমৃদ্ধ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *