সোমবার, জানুয়ারি ১৩Dedicate To Right News
Shadow

‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ফুডপ্যান্ডা

Spread the love

ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। “এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)” ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ নামে এক অনুষ্ঠান আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিসা আয়োজিত এ অনুষ্ঠানে ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, “সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমরা গর্বিত। ডিজিটাল খাতে উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে এ সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিজিটাল সল্যুশন দিয়ে গ্রাহকদের আরও সক্ষম করার মধ্যেই ব্যবসার ভবিষ্যৎ অন্তর্নিহিত রয়েছে। এই পুরস্কার আমাদের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। গ্রাহকরা এখন ক্যাশঅন ডেলিভারির ওপর থেকে নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকছেন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার। এছাড়া ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও এ অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ই-কমার্স সাইটে ভিসা কার্ডের মাধ্যমে সর্বাধিক অনলাইন লেনদেন পরিচালনার জন্য একই ধরনের পুরস্কার অর্জন করে ফুডপ্যান্ডা।

অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গুরুত্বপূর্ণ পার্টনার ও ক্লায়েন্টদের সম্মাননা জানায় ভিসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *